Bd বাংলাদেশ

জিএস আম্মারকে ৩০ মিনিটে ক্যাম্পাস ছাড়া করতে সক্ষম, হুমকি রাবি ছাত্রদল নেতার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ সম্পাদক (জিএস) সালাহ উদ্দীন আম্মারকে ‘ফুটেজখোর’ বলে আখ্যায়িত করেছেন রাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ। রাবি ছাত্রদল মাত্র ৩০ মিনিটে ‘ফুটেজখোর’ আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সোহাগ বলেন, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলই আপনার মতো ফুটেজখোর সালাউদ্দিন আম্মারকে ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে সক্ষম।

সমাবেশে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাংলাদেশের মানুষের উন্নতির লক্ষ্যে তিনি বাংলাদেশে ফিরছেন।

তিনি আরও বলেন, বিগত এক বছর ধরে বাংলাদেশে যে অপসংস্কৃতি ও মবকালচার তৈরি হয়েছিল, ২৫ তারিখের পর আমাদের সকল নেতাকর্মীর প্রতি ঘোষণা থাকলো শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, পুরো রাজশাহীতে যারা অস্থিতিশীলতা ও মবকালচার তৈরি করার চেষ্টা করবে, তাদের কড়া জবাবের মাধ্যমে প্রতিহত করতে হবে।

মিছিলে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bdtoday.net

Leave a Reply

Back to top button