Bd বাংলাদেশ

মধ্যরাতে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন, পুড়ে মরলো শিশু

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুরে বেলাল হোসেন নামের এক ইউনিয়ন বিএনপি নেতার বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘুমন্ত অবস্থায় ওই বিএনপি নেতার ৭ বছরের শিশু আয়েশা মারা যায়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরও দুই শিশুকন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে বিথি ও স্মৃতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বিএনপি নেতা বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুইজনের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, ‘রাতের আঁধারে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এক শিশু মারা যায়। অগ্নিদগ্ধ হন আরও তিনজন। জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস বলেন, ‘নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিত না নাশকতা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।’

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button