তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর পরিকল্পনায় জরুরি সভা ডেকেছে ছাত্রদল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তনে লোক সমাগম ঘটানোর প্রস্তুতির অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হবে।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একই স্থানে বিকেল সাড়ে ৪টায় জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর পশ্চিম, ঢাকা জেলা উত্তর, ঢাকা জেলা দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, মুন্সীগঞ্জ জেলা, নরসিংদী জেলা শাখার সুপার ফাইভের সাথে কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।
বার্তা বাজার/এমএমএইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

