দিঘিতে বিষ দিয়ে দুই কোটি টাকার মাছ নিধন: মনোনয়ন পেয়েই নৃশংসতা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
বাগমারায় দলীয় মনোনয়ন ঘিরে দিঘিতে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমানের সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সদস্য ও গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান।
হাবিবুর বলেন, সোমবার রাতেই তার ৩৫ বিঘা দিঘিতে বিষ প্রয়োগ করা হয়, যার কারণে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেছেন, ডিএম জিয়াউর রহমানের অনুসারীরা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিষ দিয়েছেন। তিনি বলেন, “মনোনয়ন ঘোষণার পর রাতেই বিষ প্রয়োগ করা হয়েছে। সকালে মাছ মরে ভেসে উঠলে পাহারাদার বিষয়টি আমাকে জানান।”
ডিএম জিয়াউর রহমান অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, হাবিবুরই নিজেই বিষ দিয়েছেন। তিনি বলেন, “দিঘির একটি মাছও মরেনি। যদি মাছ মারা যায়, আমি ক্ষতিপূরণ দেব।”
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, হাবিবুর মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। পুলিশ দিঘি পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: azadirdak.com

