Bd বাংলাদেশ

যে বিএনপি প্রার্থী জামায়াত আমিরের আসনে লড়বেন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিএনপি আগামী জাতীয় নির্বাচনে প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। সোমবার সন্ধ্যায় গুলশানে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।

ঘোষণাকালে তিনি জানান, এটি প্রাথমিক তালিকা। স্ট্যান্ডিং কমিটি প্রয়োজন মনে করলে এতে পরিবর্তন আনা হতে পারে।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ঘোষিত ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।

ঘোষিত তালিকায় দলের শীর্ষ নেতারাও রয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া-৬ আসনে প্রার্থী করা হয়েছে। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: azadirdak.com

Leave a Reply

Back to top button