Bd বাংলাদেশ
বিএনপির বড় বড় একটিভিস্টদের এক হাত নিলেন সর্বমিত্র

একটি ইন্টারেস্টিং ইনফরমেশন দিই –
বিএনপির বড় বড় একটিভিস্টরা আমাকে নিয়ে শঙ্কা প্রকাশ করছেন আমি কোনোভাবে শিবির দ্বারা ব্যবহৃত হচ্ছি কিনা।
সেদিনের ভিডিওটি ছাত্রদলের কেউ করেনি , করেছিলেন অন্য একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের কয়েকজন এবং তারা অনেকক্ষণ যাবৎ ঘুরে ফিরে ভিডিও করেছে অভিযান চলাকালে। কিন্তু, আশ্চর্যের বিষয় , ভিডিওটা তারা সোশাল মিডিয়ায় প্রকাশ না করে ছাত্রদলের দায়িত্বশীলকে দিয়ে ছেড়েছে।
এতে, সেই সংগঠন নয় বরং শিক্ষার্থীদের মধ্যে খারাপ ইম্প্রেশন ক্রিয়েট হয়েছে ছাত্রদলের প্রতি।
আমার জন্য শঙ্কিত না হয়ে বরং ছাত্রদলের যে বা যারা ভিডিওটা প্রকাশ করেছে , তারা কোনোভাবে অন্য দল দ্বারা ব্যবহৃত হচ্ছে কিনা , কেন সেই দল প্রকাশ না করে ছাত্রদলের দায়িত্বশীলদের হাতে দিল ভিডিওটা , এসব নিয়ে ভাবা জরুরি বলে মনে করি।
ইতি
শুভাকাঙ্ক্ষী
সর্বমিত্র চাকমা

