ড. ইউনুসকে স্বৈরাচার বললেন আমজনতার তারেকের স্ত্রী

আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানের স্ত্রী বলেছেন, শেখ হাসিনার আমল আর এই আমলের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তিনি বলেন, এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার ঘাড়ে চেপে বসেছে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমার মনে হয় শেখ হাসিনার আমল আর এই আমলের মধ্যে খুব একটা পার্থক্য নেই।
এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার ঘাড়ে চেপে বসছে। হতাশা জানিয়েছে তিনি আরো বলেন, আমরা যে বাংলাদেশের স্বপ্নটা দেখেছিলাম, সেই বাংলাদেশটা আমরা পাইনি। আমাদের আন্দোলন-সংগ্রাম শেষ হয়নি, হয়তো আমাদের সন্তানরাও এই আন্দোলন করতে থাকবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন তিন দলকে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি—নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে নিবন্ধন পায়নি আমজনতার দল। সেদিন বিকালেই আমজনতার দলের নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের মূল ফটকে আমরণ অনশন শুরু করেন দলটির সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

