মতামত

১৮০ ডিগ্রি ইউটার্ন বাংলাদেশ প্রতিদিনের

পতন অত্যাসন্ন দেখে ২২ জুলাই শীর্ষ ব্যবসায়ীদেরকে গণভবনে ডেকে বৈঠক করেছিল খুনি হাসিনা। বৈঠকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছিলেন—

‘আমাদের থেকে বেশি চিন্তা প্রধানমন্ত্রীর; যিনি এসব গড়েছেন, যিনি বাংলাদেশকে এ-পর্যায়ে এনেছেন, আমি নিশ্চিত তার ঘুম হয় না। কারফিউ আরো আগে দেওয়া হলে ভালো হতো। কিন্তু আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন চান না, চাইতে পারেন না যে, এত এক্সট্রিম লেভেলে চলে যান। সাত দিন, পনেরো দিন, এক মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাআল্লাহ আমাদের কিছু হবে না। কিন্তু এই সন্ত্রাসী-জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে; মৃত্যুর আগ পর্যন্ত আপনার প্রতি এ আস্থা-বিশ্বাস থাকবে ইনশাআল্লাহ।’

আর বসুন্ধরা গ্রুপের টিশুপেপার ‘বাংলাদেশ প্রতিদিন’-এর ৬ আগস্টের শিরোনাম ছিল—

রক্তসমুদ্রে স্বৈরাচারের পতন
ছাত্র-অভ্যুত্থানে উড়ে গেল দম্ভ, পালিয়ে গেলেন হাসিনা

-বাঁশেরকেল্লা

Back to top button