Bd বাংলাদেশ

শের-ই-বাংলা মেডিকেলে ছাত্রদলের কমিটি, ৩০ জনে ১৮ জনই ছাত্রলীগ কর্মী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কমিটিতে সভাপতি করা হয়েছে মো. আসাদুজ্জামান প্রিন্সকে, যার বিরুদ্ধে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক হেনস্তা করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে বরিশাল আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও দেখা গেছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের একটি অনুষ্ঠানে তাকে স্লোগান দিতে দেখা গেছে। নেতাদের মন জুগিয়ে চলায় প্রিন্সকে সবসময় ছাত্রলীগের নেতারা সমীহ করে চলত বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ প্রশাসন। গত বছরের ১১ আগস্ট কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার স্বাক্ষরিত এক নোটিশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। একই দিন একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, কলেজ ক্যাম্পাসে কোনো রাজনৈতিক ব্যানার বা পোস্টার লাগানো, এ ধারা অব্যাহত থাকবে। একই সাথে ক্যাম্পাস ও হোস্টেলে ছাত্র, শিক্ষক বা কর্মচারীদের দলীয় ব্যানারে প্রকাশ্যে বা গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো যাবে না। এ ছাড়া কোনো শিক্ষক ছাত্রছাত্রীদের দলীয় রাজনীতিতে উদ্বুদ্ধ বা উৎসাহিত করতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সাথে কলেজ ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক মিছিল করা যাবে না এবং ছাত্রছাত্রীদের মিছিলে ডাকা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয় ওই একাডেমিক সভায়। সভার সিদ্ধান্ত মোতাবেক, এসব সিদ্ধান্তের কোনো ব্যত্যয় হলে হোস্টেল সুপাররা কলেজ প্রশাসনকে অবহিত করবেন এবং এ ধরনের তৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে অনতিবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাম্পাসে ছাত্রদলের ব্যানারে মিছিল-শোডাউন চলছে কিভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমি আপনার কাছে শুনলাম। তারা যদি কার্যক্রম শুরু করে, তাহলে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হলে তাদের শাস্তির আওতায় আনা যাবে। আমরা একাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় বিষয়টি আলোচনা করব।’

শাখা ছাত্রদলের সহ-সভাপতি ফাইয়ান আলম ফাহিমকে কল দেওয়া হলে তিনি রিসিভ করেন। ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কথা শুনতে পাচ্ছেন না বলে জানান। পরবর্তীতে কল দেবেন জানিয়ে কেটে দেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button