আমেরিকা

ডিভি লটারিতে এশিয়ার যেসব দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

২০২৬ সালের ডাইভারসিটি ভিসা লটারির সর্বশেষ আপডেট প্রকাশ করেছে অ্যামেরিকার স্টেট ডিপার্টমেন্ট।

নভেম্বরের ভিসা বুলেটিনে প্রকাশিত এই আপডেটে এশিয়ার দেশগুলোর তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন ও দক্ষিণ কোরিয়া।

প্রকাশিত তালিকা অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে ডিভি লটারির জন্য আবেদন করতে পারবে মোট ২৭টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে- আফগানিস্তান, বাহরাইন, ভুটান, বার্মা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

ডাইভারসিটি ভিসা লটারি কী?

যেসব দেশে অভিবাসনের হার কম, সে দেশের নাগরিকদের জন্য প্রতি বছর ৫৫,০০০ পর্যন্ত স্থায়ী বাসিন্দা হিসেবে এই ভিসা দেওয়া হয়। ভিসা বুলেটিন অনুযায়ী, প্রায় ১২৯,৫১৬ জন আবেদনকারী—অর্থাৎ নির্বাচিত ব্যক্তি, তাদের স্বামী/স্ত্রী এবং সন্তান এই ভিসার জন্য নিবন্ধন করেছেন। তারা এখন তাদের নির্বাচন নিশ্চিত করতে পারেন এবং অভিবাসী ভিসার জন্য আবেদন করতে পারবেন।

যেহেতু ভিসা নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ এলোমেলো তাই অনেকসময়, নির্বাচিত ব্যক্তির মধ্যে কিছু লোক তাদের আবেদন শেষ নাও করতে পারেন বা ভিসার জন্য অযোগ্য প্রমাণিত হতে পারেন। ফলে, সরকার পর্যাপ্ত সংখ্যক ভিসা রাখে, যাতে ২০২৬ অর্থবছরে (১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬) সব ডিভি-২০২৬ ভিসা নম্বর ব্যবহার করা সম্ভব হয়।

অর্থাৎ সব ভিসা নম্বর ব্যবহার করার জন্য কিছু অতিরিক্ত ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়, যাতে কোনো ভিসা বাদ না যায়।

ভিসা সাক্ষাৎকারের সময়, প্রধান আবেদনকারীদের অবশ্যই উচ্চ বিদ্যালয় বা তার সমতুল্য ডিগ্রি অর্জনের প্রমাণ দেখাতে হবে। শিক্ষাগত যোগ্যতা না থাকলে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা দেখা হবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: tbn24.com

Leave a Reply

Back to top button