ফিলিস্তিন

গাজার জন্য ৯০০ টন খাদ্য নিয়ে যাচ্ছে তুরস্কের জাহাজ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষুধার্ত মানুষের জন্য ৯০০ টন খাদ্য নিয়ে তুরস্কের একটি বিশাল জাহাজ মিসরের উদ্দেশে রওনা দিয়েছে। গত মঙ্গলবার জাহাজটি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মার্সিন আন্তর্জাতিক বন্দর থেকে মিসরের আল-আরিশ বন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এই মানবিক ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছে। এতে সহায়তা করছে মিসরীয় রেড ক্রিসেন্ট ও ১৭টি বেসরকারি সংস্থা (এনজিও)।

এএফএডির তথ্যমতে, জাহাজে থাকা খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে রেডি টু ইট খাবার, কৌটাজাত পণ্য এবং শিশুদের ফর্মুলা। এসব খাদ্য মিসর হয়ে কারিম আবু সালেম সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে।

বন্দরে জাহাজটিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকিয়া। তিনি বলেন, “আরেকটি জাহাজ গাজার উদ্দেশে রওনা হয়েছে। এতে ৯০০ টন খাবার, কৌটাজাত খাদ্য ও শিশুদের দুধ রয়েছে।”

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে। এর সঙ্গে আরোপ করা হয় পূর্ণ অবরোধ, ফলে খাদ্য, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দেয়। তবুও গাজার মানুষের পাশে থেকে তুরস্ক নিয়মিত ত্রাণ পাঠিয়ে আসছে।

এ পর্যন্ত দেশটি ১৭টি জাহাজ ও ১৪টি বিমানে করে গাজায় খাদ্য ও মানবিক সহায়তা পাঠিয়েছে।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং দুই লাখের বেশি আহত হয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যদিও তা এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে, তবুও সংঘাত কিছুটা থেমে আছে বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্র।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: azadirdak.com

Leave a Reply

Back to top button