আফগানিস্তান

নারী সাংবাদিকদের নিয়ে আবার সম্মেলন করলেন আফগান ফরেইন মিনিস্টার

আপনাদের মনে আছে কিনা, ইন্ডিয়াতে যখন আফগান ফরেইন মিনিস্টারের সাংবাদিক সম্মেলনে নারীদের ঢুকতে দেওয়া হল না, তখন বাংলাদেশের বটহাজি গ্রুপ বলল— দেখো, ত| লে ব| ন শরীয়ার ব্যাপারে কত কঠিন।

কিন্তু দেখা গেল, পরের দিনই আফগানি ফরেইন মিনিস্টার নারী সাংবাদিকদের নিয়ে আবার সম্মেলন করলেন। হেসে হেসে তাদের সাথে আলাপ করলেন।

প্রশ্ন হল, আফগান ফরেইন মিনিস্টারের এই সাংবাদিক সম্মেলন শরীয়া মেনে হয়েছে কিনা? যদি শরীয়া না মেনে থাকে, তাহলে এই আফগান নেতাকে শরীয়া লঙ্ঘনকারী বলা যাবে কিনা?

আর যদি এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে ছাড় দেই আমরা, তাহলে অপরাপর রাজনৈতিক দল কিংবা গণতান্ত্রিক রাষ্ট্রের নেতারা সেইম কাজ করলে সেটাকে কৌশল মনে না করার যুক্তি কী?

আসলে আমরা কি মুনাফিক, নিজের বেলায় সব ঠিক, অন্যের বেলায় প্রতিবাদী টিকটিক?

খালিদ মুহাম্মদ

Leave a Reply

Back to top button