বাংলাদেশ

আওয়ামী লীগ আমলের এক কোটি টিসিবি ফ্যামিলি কার্ডের ৫৯ লাখই ভুয়া

ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কেনার আওয়ামী লীগ আমলে বিতরণ করা এক কোটি ফ্যামিলি কার্ডের ৫৯ লাখই ভুয়া। এমন তথ্য জানালেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ।

তিনি জানান, কার্ডগুলো এমনভাবে তৈরি করা হয় যেখানে বেশিরভাগ উপকারভোগীর তথ্যে কোনো মিল নাই। আবার এগুলো দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে মুখ চেনা ব্যক্তিদের কাছে, যারা এসব কার্ড পাওয়ারই যোগ্য নয়।

রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হলে নিম্ন আয়ের মানুষজন এভাবেই হুমড়ি খেয়ে পড়েন। অনেকের অভিযোগ আওয়ামী লীগ সরকারের আমলে এক কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হলেও কিন্তু আবেদন করেও পাননি।

অথচ নিম্ন আয়ের মানুষ আওয়ামী লীগ আমলের ফ্যামিলি কার্ড না পেলেও নমুনা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় টিসিবির কয়েকশো ভুয়া কার্ড পড়ে আছে।

টিসিবি চেয়ারম্যান মোহাম্মদ ফয়সাল আজাদ জানান, ৫ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ফ্যামিলি কার্ডগুলোকে স্মার্ট করার পদক্ষেপ নেয়, এতেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি ধরা পরে।

এসব ভুয়া কার্ড কিভাবে তৈরি করা হয়েছে? তা নিয়ে টিসিবির নিয়োগ দেয়া যাচাই বাছাইকারী প্রতিষ্ঠান বলছে, সাধারণত কারও এনআইডির সাথে ভিন্ন জনের মোবাইল নাম্বার দিয়ে এগুলো তৈরি করা হয়।

আওয়ামী লীগ সরকারের বিতরণ করা ভুয়া কার্ডগুলো বাতিলের পর সেখানে সঠিক তথ্যে একজন ব্যক্তির নামে কীভাবে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে সেটিও বর্ণনা করেন তিনি।

টিসিবি জানায়, আগের ভুয়া কার্ড বাতিলের পর নতুন উপকারভোগীর অন্তর্ভুক্তির কাজ চলছে। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৭২ লাখ। তবে সেই কাজ ঢিমেতালে চলছে বলে অভিযোগ আছে।

টিসিবির দাবি স্মার্ট ফ্যামিলি কার্ড কে পাবে এবং কোন এলাকায় কতগুলো বিতরণ করা হবে সেটার স্পষ্ট নির্দেশনা আছে, তাই এবার ভুয়া কার্ড তৈরি এবং বিতরণের সম্ভাবনা একদমই নেই।

Back to top button