সৌদি আরব

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

প্রবাস কণ্ঠ ডেস্ক: সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় মো. শামছুদ্দিন (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শামছুদ্দিন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ধেররা গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয়ভাবে তিনি শামছু খান নামে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।

শামছু খানের মৃত্যুতে সৌদি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের সদস্যরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

Back to top button