প্রবাসমালয়েশিয়া

যুবদলের কমিটি গঠন হবে স্বচ্ছতা ও নীতি-নৈতিকতার ভিত্তিতে

ডেস্ক রিপোর্ট:
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, মালয়েশিয়া যুবদলের নতুন নেতৃত্ব আসবে যোগ্যদের ভিতর সততার পরীক্ষায় উত্তীর্ণ ত্যাগী নেতাকর্মীদের থেকে বাছাই করে। কমিটি হবে স্বচ্ছতা ও নীতি-নৈতিকতার ভিত্তিতে।

রবিবার স্থানীয় সময় বিকালে মালয়েশিয়া যুবদল আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে রমজান আলি ও নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় আবদুল মোনায়েম মুন্না বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতা তুলে ধরে বলেন, আমাদের চেয়ারম্যান বলেছিলেন ফ্যাসিবাদী হাসিনা সরকারের সকল দুর্নীতি, অন্যায় অত্যাচারের ফয়সালা জনগণ রাজপথে করবে। ৫ আগস্ট হাসিনার পলায়নের মাধ্যমে তার প্রমাণ জনগণ করেছে।

মুন্না বলেন, মালয়েশিয়া যুবদলের নতুন নেতৃত্ব আসবে যোগ্যতা, সততার পরীক্ষায় উত্তীর্ণ ত্যাগী নেতা কর্মীদের দিয়ে। স্বচ্ছতা ও নীতি-নৈতিকতার ভিত্তিতে। সুতরাং কোনো নেতার পিছনে ঘুরে লবিং করা এবং কাউকে প্রলুব্ধ করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন তিনি।

সাংগঠনিক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান, মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালহা মাহমুদ, মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি দাতো আব্দুল জলিল লিটন, সহ সভাপতি মো: শাখাওয়াত হোসেন, সহ সভাপতি ড.এসএম রহমান তনু মালয়েশিয়া বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ড.ওয়ালি উল্লাহ জাহিদ সাংগঠনিক সম্পাদক মীর্জা সালাহ উদ্দিন।

মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিমুনিয়া মহানগর যুবদল সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম।

উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, মালয়েশিয়া যুবদল সহ- সভাপতি মঞ্জু খাঁ, হেলাল উদ্দিন , যুগ্ম- সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, যুবনেতা বাদল কারার, নূরে সিদ্দিকী সুমন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, সিমুনিয়া মহানগর সভাপতি খালিদ হাসান রিপন, কুয়ালালামপুর মহানগর সভাপতি শামীম রেজাসহ আরো অনেকে।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরফাত রহমান কোকোসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে মোনাাত করা হয়।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button