প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় শোষণের শিকার ৮ বাংলাদেশি উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ায় শোষণের শিকার ৮ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। মালয়েশিয়ার গুয়া মুসাং এর লোজিং হাইল্যান্ডসের একটি সবজি খামারে জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য শোষিত এবং প্রতারিত আট বাংলাদেশিকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটে বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (জেএসজে)-এর ডি৩ অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং ডিভিশন (অ্যাটিপসম)-এর একটি দল অপ পিন্টাসের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় ।

বুধবার (২২ জানুয়ারি),বুকিত আমান ডি৩-এর প্রধান সহকারী পরিচালক, সিনিয়র সহকারী কমিশনার সোফিয়ান সান্তং এক বিবৃতিতে জানান, উদ্ধারকৃত ৮ বাংলাদেশির বয়স ২৭ থেকে ৪৭ বছরের মধ্যে।

তিনি বলেন, ভুক্তভোগীদের বেতন না দিয়ে শোষণ করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ ছয় থেকে সাত মাস ধরে কাজ করছিলেন। ৮ বাংলাদেশি উদ্ধার ছাড়াও অভিযানের সময় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে তিনজন স্থানীয় পুরুষ এবং ২২ জন বিদেশি, যাদের সকলের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে।

গ্রেফতার তিনজন স্থানীয় ব্যক্তি খামারের মালিক এবং সাহায্যকারী হিসেবে কাজ করছেন এবং দুর্নীতি দমন কমিশন আইন ২০০৭ এর ধারা ১২ এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫বি এর অধীনে তাদের বিরুদ্ধে আরাও তদন্ত করা হচ্ছে। গ্রেফতারকৃত অন্যান্য অভিবাসীরা হলেন বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ার কৃষি শ্রমিক।

সোফিয়ান আরও বলেন, যে সবজি খামারে অভিযান চালানো হয়েছিল সেখানে বাঁধাকপি, পেঁয়াজ এবং টমেটো চাষ করা হত। ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(খ) এবং দণ্ডবিধির ৩৭২বি/৩৭৩ ধারা অনুসারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন, বুকিত আমান ডি৩-এর প্রধান সহকারী পরিচালক।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button