প্রবাসমালয়েশিয়া

কুয়ালালামপুর বিমানবন্দরে ১২ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট:
ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ১২ বাংলাদেশি। শুক্রবার (২৪ জানুয়ারি) তাদের আটক করে কেএলআইয়ের ইমিগ্রেশন পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার ১২ জন বাংলাদেশি মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থী সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। তারা একটি আমন্ত্রণপত্র প্রদর্শন করে। যাচাই করে দেখা যায় আমন্ত্রণপত্রটি ভুয়া। এরপর তাদের আটক করা হয়।

এ ব্যাপারে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির পক্ষ থেকে শনিবার (২৫ জানুয়ারি) একটি বিবৃতি দেয়। তাতে বলা হয়েছে, বাংলাদেশি কোনো ব্যক্তিকে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমিতে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। তারা ইমিগ্রেশন পুলিশের চোখ ফাঁকি দিতে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির লোগো সম্বলিত পোশাক পরিধান করেছে।

এ ঘটনাকে ‘ন্যাকারজনক কাজ’ অভিহিত করে বিবৃতিতে আরও বলা হয়, এটা কেবল মালয়েশিয়ান ফিশারিজ বিভাগের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেনি, এটি সরকারি প্রতিষ্ঠানের সততা ও বিশ্বাসযোগ্যতাকেও হুমকির মুখে ফেলে দিয়েছে। বিবৃতিতে জনসাধারণকে নির্দিষ্ট স্বার্থে ফিশারিজ একাডেমির নামের অপব্যবহার থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগকে অভিনন্দন ও সাধুবাদ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাব এবং ভবিষ্যতে এ জাতীয় ঘটনা যাতে আর না ঘটে তা রোধে সক্রিয় ব্যবস্থা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমি কর্তৃপক্ষ ।

Source: প্রবাস বার্তা

Back to top button