Bd বাংলাদেশ

‘আমি যতদিন এমপি ছিলাম, ততদিন উপজেলা ছাত্রদল সভাপতি জেলে ছিল’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বরগুনা-২ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, তিনবারের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মণি বলেছেন, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে তিনি সবসময় আপসহীন ছিলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার খলিফার হাটে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমি যখন সংসদ সদস্য ছিলাম, তখন পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করিনি। যতদিন আমি এমপি ছিলাম, ততদিন সে জেলেই ছিল।”

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মণি অতীতের একটি ঘটনার উল্লেখ করে বলেন, ছাত্রদলের ওই নেতা চিংড়ি মাছের পোনা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করত। বিষয়টি জানার পর একাধিকবার তাকে সতর্ক করা হয় এবং ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহের পরামর্শও দেওয়া হয়। তবুও অনিয়ম বন্ধ না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তিনি বলেন, “আমি কারও অন্যায় প্রশ্রয় দিইনি। দলের পরিচয় থাকলেও অপরাধ করলে ছাড় পাইনি।”

চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, “যারা অতীতে চাঁদাবাজিতে জড়িত ছিলেন, তাদের বলবো—ভালো পথে ফিরে আসুন।” এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, “দেশ এখন বদলে গেছে। পুরোনো দিনের রাজনীতি আর চলবে না। দাঁড়িপাল্লার সময় শেষ, এখন ডিজিটাল বাংলাদেশের যুগ।”

উল্লেখ্য, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল ইসলাম মণি।
বার্তাবাজার/এমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button