Bd বাংলাদেশ

ইসলামী আন্দোলনের সহ-সভাপতিসহ অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার সহ-সভাপতিসহ অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দুয়া উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দুয়া উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেনের নেতৃত্বে যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নেত্রকোনা-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. খাইরুল কবীর নিয়োগীর হাতে নবাগতরা সহযোগী সদস্যপদ গ্রহণ করেন। এ সময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমানসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরাও উপস্থিত ছিলেন। যোগদান শেষে মাওলানা আনোয়ার হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনীতি করেছেন। তবে দেশের প্রেক্ষাপটে ইসলামের আইন ও আদর্শ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নীতি ও নিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন। এ কারণেই তিনি তাঁর অনুসারী নেতাকর্মীদের নিয়ে জামায়াতে যোগদান করেছেন। ভবিষ্যতে তাঁর নেতৃত্বে আরও প্রায় শতাধিক মানুষ জামায়াতে যোগদান করবেন বলেও তিনি জানান।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button