চরমোনাইর দল নিয়ে পেরেশান জামায়াত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
দেশের নির্বাচনি রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত ইস্যু ১১ দলীয় সমঝোতা। জামায়াতে ইসলামীর অঘোষিত নেতৃত্বে প্রক্রিয়াধীন এই জোট নিয়ে অনিশ্চয়তা ও নাটকীয়তার যেন শেষ হচ্ছে না। বিভিন্ন ইসলামি ও সমমনাদের নিয়ে গড়ে ওঠা নির্বাচনি জোটটি নিয়ে দেশের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হলেও কারো কারো উচ্চাকাঙ্ক্ষািএবং দলীয় স্বার্থ আদায়ে অনড় অবস্থানের কারণে তা চরমভাবে ব্যাহত হচ্ছে। আসন সমঝোতার শেষ মুহূর্তে এসেও সিদ্ধান্ত চূড়ান্ত করতে বেশ পেরেশান হতে হচ্ছে জামায়াত নেতাদের।
বিশেষ করে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলনের চাহিদা পূরণ না হওয়ায় সম্ভাবনাময় এই সমঝোতা প্রক্রিয়া এরই মধ্যে ভাঙনের মুখোমুখি হয়। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণার জন্য সংবাদ সম্মেলন ডাকা হলেও ইসলামী আন্দোলনের কারণে তা স্থগিত হয়ে যায় বলে জানা গেছে। এতে সংশ্লিষ্ট মহলে বেশ হতাশা ছড়িয়ে পড়ে। দলটির ১১ দলীয় সমঝোতা থেকে বের হওয়ারও গুঞ্জন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সেই অবস্থান কিছুটা পরিবর্তনের পাশাপাশি নতুন জোট গঠনেও ইঙ্গিত দিয়েছে তারা।
১১ দলীয় জোটে নতুন করে যুক্ত হওয়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সঙ্গে স্বল্প সময়ের মধ্যে সমঝোতা চূড়ান্ত হলেও ইসলামী আন্দোলন নিয়ে সৃষ্ট জটিলতার অবসান অনেকটা অনিশ্চয়তায় পড়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিসসহ অন্য দুটি ইসলামি দলের চাওয়া-পাওয়া পুরোপুরি পূরণ না হলেও তারা জোট রক্ষার বিষয়ে আন্তরিক বলে জানা গেছে।
তবে ইসলামী আন্দোলনের পিছুটানের কারণে এসব দল নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এসব দলের ‘অবাস্তব’ চাহিদা পূরণ করতে হলে জামায়াতকে তাদের সম্ভাবনাময় ও শক্ত প্রার্থীর আসনও ছাড়তে হবে। সংশ্লিষ্টদের ‘আবদার’ পূরণ করে সমঝোতা প্রক্রিয়া টিকিয়ে রাখলেও নির্বাচন পরবর্তী সময়ে জটিলতা বাড়ার শঙ্কা রয়েছে। কারণ এখনই সামাজিক মাধ্যমে জামায়াত ও ইসলামী আন্দোলন অনুসারীদের পাল্টাপাল্টি ব্যাপক সমালোচনা চলছে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailyamardesh.com

