বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন। ঘটনাটি নিয়ে দলীয় অঙ্গনে পাল্টাপাল্টি প্রতিক্রিয়াও দেখা গেছে।
একপর্যায়ে প্রধান অতিথি ড. জিয়াউদ্দিন হায়দার স্বপনসহ উপস্থিত কেন্দ্রীয় নেতারা মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। দীর্ঘ সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু বলেন, ‘সেলিম গাজী বক্তব্য দিতে চেয়েছিলেন। তবে সময় কম থাকায় নলছিটি থেকে একজনই বক্তব্য দেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে। দলাদলি থাকায় কারও কারও মাথা একটু গরম ছিল, তবে তেমন কিছু হয়নি।’
ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রধান অতিথি ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, ‘এ বিষয়ে স্থানীয় নেতা-কর্মীদের জিজ্ঞেস করুন।’
বার্তাবাজার/এমএইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

