পাকিস্তান ভারতে হামলা চালাবে, যা দেখে মজা না পেলে টাকা ফেরত: জেনারেল শরিফ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ভারতের আগ্রাসী নীতি ও আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র ও আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই মন্তব্য করেন।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক দুঃসাহস দেখায়, তবে তার এমন জবাব দেওয়া হবে যে, যা দেখে “মজা না পেলে টাকা ফেরত” দেওয়ার হবে।
তিনি আরও বলেন, আফগানিস্তানকে ব্যবহার করে ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কাবুলের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনার পেছনেও ভারতের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তার ভাষায়, ভারত ‘শত্রুর শত্রু বন্ধু’ নীতিতে বিশ্বাসী এবং দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করাই তাদের মূল লক্ষ্য।
পাক সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ২০২৬ সাল কেমন হবে, তা নির্ভর করবে পাকিস্তান কীভাবে দাঁড়ায় এবং কীভাবে প্রতিক্রিয়া জানায় তার ওপর। তিনি অভিযোগ করেন, ভারত পাকিস্তানের অস্তিত্বই মেনে নিতে চায় না এবং ধারাবাহিকভাবে সীমান্ত উত্তেজনা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
পাকিস্তানকে তিনি ‘সৃষ্টিকর্তার দান’ উল্লেখ করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যেকোনো দিক থেকে আসা চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারতের উসকানিমূলক তৎপরতার জবাব দিতেই পাকিস্তান এবার আগের যেকোনো সময়ের চেয়ে কঠোর বার্তা দিয়েছে। দক্ষিণ এশিয়ায় শান্তি চাইলে ভারতের উচিত হবে আগ্রাসী নীতি পরিহার করা।
বার্তা বাজার/এস এইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

