Bd বাংলাদেশ

‘প্রশাসনের একটি অংশ বিশেষ দলের পক্ষপাতিত্ব করছে’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, দলীয়করণের ফলে প্রশাসনের একটি অংশ বিশেষ দলের পক্ষপাতিত্ব করছে। এমতাবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জাতি শঙ্কিত।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের প্রহসনের নির্বাচনের পুনরাবৃত্তির চেষ্টা করলে জাতি চুপ করে বসে থাকবে না, তা প্রতিহত করবে।

সোমবার বিকেলে রাজধানীর শাহবাগ পশ্চিম থানা জামায়াতের কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের নাগরিক অধিকার বুঝে নিতে আগামী নির্বাচনে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান হেলাল উদ্দিন। এছাড়া ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।

গুম ফেরত ব্যক্তিদের ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মীগুম ফেরত ব্যক্তিদের ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী
তিনি বলেন, মানুষের মৌলিক পাঁচটি অধিকার রাষ্ট্র নিশ্চিত করার বিধান থাকলেও অতীতের কোনো সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেনি। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সৎ, যোগ্য, আল্লাহভিরু, নৈতিক ও আদর্শিক নেতৃত্ব তৈরি করছে। যার দৃষ্টান্ত ঢাবির শিক্ষার্থীসহ পুরো দেশবাসী দেখছে। ডাকসুতে ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেল বিজয়ী হওয়ার পর মাত্র দুই মাসে যা করেছে, বিগত ৫৪ বছরে তা কেউ ঢাবি শিক্ষার্থীদের জন্য করেনি, করতে পারেনি। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে একইভাবে রাষ্ট্রের অভাবনীয় পরিবর্তন ঘটিয়ে দেশকে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করবে।

 

বার্তাবাজার/এমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button