আরও বড় হচ্ছে জামায়াতের জোট, এনসিপির পর আসছে এলডিপি, জেএসডি আর লেবার পার্টিও

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
সমমনা দলগুলোর সঙ্গে জামায়াতে ইসলামীর আসন সমঝোতা এখনো চূড়ান্ত না হতেই দলটি নতুন করে আরও কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করেছে। দলীয় সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে, শীগ্রই ঘোষণা আসতে পারে আসন বণ্টন নিয়ে। এর মধ্যেই নতুন করে জামায়াতের জোটে যুক্ত হতে পারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ লেবার পার্টি।
এনসিপি গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করা দল। আর এলডিপি, জেএসডি ও লেবার পার্টি এতদিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক ছিল। তবে বিএনপির সঙ্গে বোঝাপড়ায় ছেদ পড়ায় দলগুলো নতুন রাজনৈতিক হিসাব-নিকাশে যাচ্ছে।
জোট গঠন নিয়ে জামায়াত সূত্র জানায়, এনসিপির পাশাপাশি এলডিপি ও লেবার পার্টিসহ আরও কয়েকটি দলের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলছে। সমমনা দলগুলোর সঙ্গে যোগাযোগের দায়িত্বে থাকা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, মানসিকতার সংকট ছাড়া বড় কোনো সংকট নেই। এখানে শুধু আসন নয়, রাজনৈতিক সমঝোতাও দরকার।
এদিকে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডির দিক থেকেও জামায়াতের সঙ্গে আসন সমঝোতার আগ্রহ দেখানো হয়েছে বলে জামায়াত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জেএসডি গতকাল সংবাদ সম্মেলনে জানায়, তারা এককভাবে ভোট করবে। মূলত লক্ষ্মীপুর-৪ আসনে জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব প্রার্থী হতে চান। তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে সমঝোতা হয়নি। এরপর জেএসডির শীর্ষ পর্যায় থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানা গেছে। তবে দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গত রাতে বলেন, বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও জামায়াতের সঙ্গে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে ২৪ ডিসেম্বর অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি বিএনপির সঙ্গ ছাড়ার ঘোষণা দেয়। তাদের সঙ্গেও বিএনপির সমঝোতা হয়নি। এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট করার নিশ্চয়তা পেয়েছেন। আসন সমঝোতা না হওয়ায় লেবার পার্টিও বিএনপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেছে। দলটি জামায়াতের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে বলে আলোচনা রয়েছে। তবে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রথম আলোকে বলেন, জামায়াতের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে জামায়াতসহ সমমনা দলগুলো এলডিপির মতো লেবার পার্টিকেও পাশে চায়।
তবে সমমনা দলগুলোর সঙ্গে জামায়াতের আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় নতুন করে আরও দল যুক্ত হওয়ার আলোচনা জামায়াতসহ আট দলের মধ্যে টানাপোড়েন তৈরি করেছে। মূলত কোন দলকে কতটি আসন ছাড় দেওয়া হবে, তা নিয়েই জটিলতা দেখা দিয়েছে। তবে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল বলেন, আসন সমঝোতা নিয়ে বড় কোনো সংকট নেই। কেউ জোট ভাঙতে চায় না। আলোচনার মাধ্যমেই সমাধান হবে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

