Bd বাংলাদেশ

তারেক রহমানের আসা নির্বিঘ্ন করতে শাহবাগ থেকে সরে আজিজ সুপার মার্কেটে অবস্থান নিলো ইনকিলাব মঞ্চ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ঢাকার শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার সকাল সাড়ে আটটার দিকে তারা শাহবাগ ত্যাগ করে। ইনকিলাব মঞ্চ জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ফিরে গেলে তারা পুনরায় শাহবাগে অবস্থান নেবে।

শনিবার সকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে সরেজমিনে গিয়ে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। এ সময় তারা 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা' এবং 'বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই' স্লোগান দেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গত শুক্রবার সারা রাত শাহবাগে অবস্থান করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। সকালে শাহবাগ মোড়ে দেখা যায়, ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা সবাইকে শাহবাগ ছেড়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন। এরপর অধিকাংশ নেতা-কর্মী আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। এ সময় কেউ কেউ সড়কে পড়ে থাকা ময়লা পরিষ্কার করেন।

ফাতিমা তাসনিম জুমা বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে তারা সাময়িকভাবে এই স্থান ছেড়ে দিয়েছেন। ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে গেলে আবার অবস্থান কর্মসূচি শুরু হবে। পরে তিনি জানান, ব্যারিকেডের এপাশে ইনকিলাব মঞ্চের কেউ অবস্থান করছে না। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কয়েক শ নেতা-কর্মীকে শাহবাগ মোড় এলাকায় একাধিকবার মিছিল করতে দেখা যায়। তারা তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। 

এদিকে তারেক রহমানের আগমন ঘিরে শাহবাগ জাতীয় জাদুঘর, ওসমান হাদির কবর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন দেখা গেছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button