Bd বাংলাদেশ

‘৬ ঘণ্টায় খুনিরা পালায়, সাক্ষী পাওয়া যায় ভারতে- সেই দেশের স্বাধীনতা নিয়েই প্রশ্ন ওঠে’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির রক্তের ঋণ শোধ করতে হলে বাংলাদেশকে ইনসাফের রাষ্ট্র হিসেবে গড়তে হবে। এমনটাই জানিয়েছেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। তিনি বলেন, আধিপত্যবাদমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই হবে ভাইয়ের রক্তের প্রকৃত মূল্যায়ন। একইসঙ্গে যে স্বাধীন বাংলাদেশে খুনিরা হত্যার ৬ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যায়, আর আল্লামা সাঈদীর গুরুত্বপূর্ণ সাক্ষীকে ভারতের কারাগারে পাওয়া যায়, সেই দেশে স্বাধীনতার অস্তিত্ব নিয়েই প্রশ্ন ওঠে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে দেয়া বক্তব্যে ওমর বিন হাদি এসব কথা বলেন। তিনি বলেন, সম্মেলনে দাওয়াত পেয়েছি শুনে মা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলেন। বললেন— বাবা, তোমার যাওয়ার দরকার নাই। আমি একটা ছেলেকে হারিয়েছি, তোমাকে আর হারাতে পারব না। ওমর জানান, তার মা আশঙ্কা করছেন, ভাইয়ের বিচারের দাবিতে সরব হলে তাকেও হত্যা করা হতে পারে।

সম্মেলনে উপস্থিত ছাত্রশিবিরের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ওসমান হাদির চিন্তা ও আদর্শ ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে হবে। আমরা আর পরিবারের কান্না, আহাজারি দেখতে চাই না। তিনি জানান, ১৬ বছর ধরে মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। আজও নির্বাচন বা পরবর্তী সরকারের অজুহাতে অনেকেই মানুষের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু এ দেশের মালিক জনগণ। কোন সরকার আসবে, তা জনগণই সিদ্ধান্ত নেবে।

আঁতাত ও আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ওমর বিন হাদি বলেন, আপনারা যদি পার্শ্ববর্তী রাষ্ট্র হোক বা অভ্যন্তরীণ কোনও শক্তি কারও সঙ্গে আঁতাত করে এ দেশে পুনরায় ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেন, তবে আল্লাহর কাছে দায়ী থাকবেন।

শহিদ ওসমান হাদির স্মৃতিচারণ করে ওমর বিন হাদি জানান, শাহবাগে ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সময় ওসমান হাদিকে অনলাইনে কাফনের ছবি পাঠিয়ে ভয় দেখানো হতো। তিনি বলেন, মেসেঞ্জারে কাফনের কাপড়ের বক্স পাঠিয়ে আমাদের পরিবারকে হুমকি দেয়া হতো। প্রথম দিকে ওসমান হাদি এসব শেয়ার করত, পরে আর করত না।

অতীতের স্মৃতিচারণ করে তিনি জানান, ২০১২ সালে বাবার মৃত্যুর পর দুই ভাই একসঙ্গে পথ চলেছেন। জুলাই আন্দোলনের দিনগুলোতে রামপুরায় তারা একসঙ্গে পুলিশের বাধা, ভয় এবং অনিশ্চয়তাকে উপেক্ষা করে রাজপথে থেকেছেন। ৫ আগস্টের পর ব্যক্তিগত ব্যবসা ছেড়ে দিয়ে তারা ‘ইনকিলাব মঞ্চ’ প্রতিষ্ঠায় ঝাঁপিয়ে পড়েন।

আন্দোলনের সময় ওসমান হাদি তাকে ক্যামেরার আড়ালে থাকার পরামর্শ দিয়েছিলেন জানিয়ে ওমর বলেন, ওসমান হাদি প্রায়ই বলত, ভাই, আমি যদি শহীদ হয়ে যাই, আন্দোলন আপনাকেই কন্টিনিউ করতে হবে। আপনি চেষ্টা করবেন ক্যামেরার আড়ালে থাকতে, যাতে মানুষ বুঝতে না পারে আপনি আমার ভাই।

তিনি আরও জানান, ভাইয়ের সেই নির্দেশই তাকে এতদিন আড়ালে রেখেছিল। কিন্তু হত্যার বিচার, রক্তের ঋণ এবং ন্যায়বিচারের দাবি তাকে আজ সামনে নিয়ে এসেছে। তিনি বলেন, যে স্বাধীন বাংলাদেশে খুনিরা হত্যার ৬ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যায়, আর আল্লামা সাঈদীর গুরুত্বপূর্ণ সাক্ষীকে ভারতের কারাগারে পাওয়া যায়, সেই দেশে স্বাধীনতার অস্তিত্ব নিয়েই প্রশ্ন ওঠে।

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button