পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের বহনকারী বিশেষ ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
পঞ্চগড়ে বিএনপির নেতাকর্মীদের বহনকারী বিশেষ ট্রেনের নিচে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের টেংগনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আখিরুল ইসলাম ধাক্কামারা ইউনিয়নের মাগুড়া শিপাইপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাসচালক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, আখিরুল ইসলাম সপরিবারে আত্মীয়ের বাড়িতে দাওয়াত শেষে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি নিজেই মাইক্রোবাস চালাচ্ছিলেন। টেংগনবাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় তার গাড়িটি লাইনের সঙ্গে আটকে যায়। পরে তিনি গাড়ি থেকে নেমে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসটি সরানোর চেষ্টা করেন। এ সময় গাড়িটি রেললাইন পার হতে সক্ষম হলেও আখিরুল নিজে লাইন পার হতে পারেননি। ঠিক তখনই পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বিশেষ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের বহনের জন্য ওই বিশেষ ট্রেনটি ভাড়া করা হয়েছিল। ট্রেনটি পঞ্চগড় রেলস্টেশন থেকে রাত ৮টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনাস্থলে কোনো রেলক্রসিং বা গেটম্যান না থাকায় ট্রেন চলাচলের সময় যানবাহন নিয়ন্ত্রণ বা সতর্ক করার কেউ ছিল না। এই অব্যবস্থাপনাই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন তারা।
এদিকে একই রাতে রাত ৯টা ১০ মিনিটে পঞ্চগড় রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একতা এক্সপ্রেস ট্রেন টেংগনমারি এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা ট্রেনটির গতিরোধ করে এবং পাথর নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রেনটি পেছনে সরিয়ে পুনরায় পঞ্চগড় রেলস্টেশনের প্ল্যাটফর্মে এনে রাখা হয়।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com

