খেজুর গাছের মধ্যেই ধানের শীষ খুঁজে নিতে হবে : মনির হোসাইন কাসেমী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, আমি বিএনপির প্রার্থী, জমিয়তে ইসলামের প্রার্থী। বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। এখানে ধানের শীষ ও খেজুর গাছ একাকার। খেজুর গাছের মধ্যেই ধানের শীষ খুঁজে নিতে হবে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকায় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি মনির হোসাইন কাসেমী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা আর আমি একই আদর্শের সৈনিক। আমি ইসলামের আদর্শে বিশ্বাসী, আল্লাহর ওপর বিশ্বাসী। বিএনপিও একই ধারায় বিশ্বাসী। সে কারণেই আলেম-ওলামারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। আমরা বিএনপির সঙ্গে একাকার হয়ে আছি।
তিনি আরও বলেন, তারেক রহমান, বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই আমি এখানে এসেছি। তাই আমি বিশ্বাস করি, আপনারা ১২ তারিখে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। এখানে ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই।
সভাপতির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, দলের দুঃসময়ে ২০১৮ সালের নির্বাচনে আমি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। নানা ভয়ভীতি উপেক্ষা করে নির্বাচনের দিন পর্যন্ত মাঠে ছিলাম। এবারও বিএনপি জোট থেকে নির্বাচন করছি।
তিনি বলেন, মনির হোসেন কাসেমী মানেই ধানের শীষ, মনির হোসেন কাসেমী মানেই খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থী। হাসিনা সরকারের পতন হলেও এখনও পূর্ণ স্বাধীনতা আসেনি। তাই আগামী নির্বাচনে মনির হোসেন কাসেমীকে নির্বাচিত করতে হবে।”
দলীয় শৃঙ্খলার বিষয়ে রিয়াদ আরও বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। এখন দলের বাইরে যাওয়ার সুযোগ নেই। মুফতি মনির হোসেন কাসেমীই বিএনপির প্রার্থী। দলের বাইরে গিয়ে কেউ কিছু করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান বক্তা মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, অনেকে বলছেন স্বতন্ত্র নির্বাচন করবেন। ভুল করবেন না। মনির হোসাইন কাসেমীকে ছোট খেলোয়াড় ভাববেন না। তিনি ২০১৮ সালে যেভাবে মনোনয়ন এনেছিলেন, এবারও সেভাবেই এনেছেন। বিএনপি তাকে মূল্যায়ন করেছে। তার প্রতীক কী—তা নিয়ে ভাবার সময় নেই।
বার্তা বাজার/এমএমএইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

