সরিয়ে দেওয়া হচ্ছে জাহাঙ্গীর আলমকে, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন খলিলুর রহমান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরের যাত্রায় সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সম্প্রতি নির্বাচন সামনে রেখে এই পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এ প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে জোর আলোচনা চলছে। তার স্থলে ড. খলিলুর রহমান আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে পুলিশের উচ্চপর্যায়েও বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। উচ্চপর্যায়ের বিভিন্ন সূত্র জানায়, আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদে রদবদল হতে পারে।
সম্প্রতি জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তদের ধরতে ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জোরালো হয়েছে। এই প্রেক্ষাপটে তাকে সরিয়ে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অব্যহতি পেলেও জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন না। তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকেও তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে- এমন আলোচনা রয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। তবে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে অল্প সময়ের মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়। পরে ওই দায়িত্বে আসেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

