Bd বাংলাদেশ

ভোর থেকে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান ইশরাকের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে দেশব্যাপী সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির ঢাকা-৬ আসনে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর ওয়ারীতে ইশরাক হোসেনের নির্বাচনী কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

ইশরাক হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তন শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি ঐতিহাসিক অধ্যায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ইশরাক বলেন, ‘খালেদা জিয়াকে গ্রেফতারের পর যখন আন্দোলন প্রায় নিস্তব্ধ হয়ে পড়েছিল, তখন তারেক রহমান লন্ডন থেকে দলকে নতুন করে সংগঠিত করেন। তার নেতৃত্বেই বিএনপি আজও দেশের সর্ববৃহৎ ও সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে টিকে আছে।’

ইশরাক জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার বিভিন্ন প্রবেশপথে অভ্যর্থনা কেন্দ্র স্থাপন করা হবে। বাবুবাজার ব্রিজ, সদরঘাট টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন। বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ হবে ইতিহাসের অন্যতম বড় জনসমাবেশ।

‘সেদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে। নেতার বাসভবনে প্রবেশের পরেই আমাদের কর্মসূচি শেষ হবে। পরদিনও আরও কর্মসূচি থাকতে পারে’, যোগ করেন তিনি।

এ সময় বিএনপির এ নেতা বলেন, এই এলাকায় গত ৪০ বছর ধরে বিএনপির রাজনীতি যেভাবে আমার প্রবীণ মুরুব্বিরা প্রতিষ্ঠা করেছেন, সেই অভিজ্ঞতা ও যোগ্যতার কাছে আমি নগণ্য। প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড আমরা তাদের পরামর্শ, দোয়া ও ভালোবাসা নিয়েই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

‘দলীয় সিদ্ধান্তে আমাকে মনোনীত করা হয়েছে। কিন্তু আমার চেয়ে যোগ্য ও অভিজ্ঞ নেতারা আছেন। তবুও তারা সৌহার্দ্যপূর্ণভাবে আমাকে গ্রহণ করেছেন, যা বিএনপির ঐক্যের অনন্য দৃষ্টান্ত’, যোগ করেন ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘ঢাকা-৬ ও ৭ আসনে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবো। নানা অদৃশ্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় নেতৃত্ব আমাদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।’

 

বার্তাবাজার/এমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button