ফেনীতে হাদির জন্য জামায়াতের দোয়া ও ছাত্রশিবিরের গায়েবানা জানাজা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ভারতীয় আধিপত্যবাদবিরোধী বিপ্লবী নেতা, জুলাই বিপ্লবের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জন্য ফেনীতে জামায়াতের দোয়া ও ছাত্রশিবিরের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) আসরের নামাজ পর শহর জামায়াতের আয়োজনে শহরের জহিরিয়া জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
দোয়া-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও জেলা আমির মুফতি আব্দুল হান্নান।
পরে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
অন্যদিকে দোয়া অনুষ্ঠানে শেষে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় জানাজার আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী পলাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আব্দুল হান্নান, শহর সভাপতি ওমর ফারুক ও জেলা সভাপতি আবু হানিফ হেলাল।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailynayadiganta.com

