Bd বাংলাদেশ
দুবাই এয়ার-শো’তে কসরত দেখাতে গিয়ে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
দুবাই এয়ার শো-তে শুক্রবার একটি বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস (Tejas)। এদিন আকাশপথে প্রদর্শনী চলাকালীন স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিট নাগাদ বিমানটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে।
সূত্রের খবর, ‘হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড’ (HAL)-এর তৈরি এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এই দুর্ঘটনাস্থল ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। দুর্ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল পাইলটের নিরাপত্তা নিয়ে ঘোর অনিশ্চয়তা। তবে ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার (Indian Air Force-IAF) পক্ষ থেকে জানান হয়েছে যে, দুর্ঘটনায় পাইলটের মৃত্যু ঘটেছে।
বার্তা বাজার/এস এইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

