জামায়াতের প্রার্থীতায় থাকছে উপজাতি-নারী-অমুসলিম-শীর্ষ ব্যবসায়ী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের প্রার্থী তালিকায় এবার বড় ধরনের পরিবর্তন এনেছে। এবারের নির্বাচনে মনোয়ন পেতে যাচ্ছে চলমান আন্দোলনের শরিক দল, র্শীর্ষ ব্যবসায়ী, নারী, অমুসলিম, জুলাই যোদ্ধা, ছাত্র প্রতিনিধি, উপজাতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—জামায়াতের একটি নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন। আগামী মাসে জামায়াতের চূড়ান্ত প্রার্থীর তালিকা করতে ইতিমধ্যে নির্বাচনি টিম বর্তমানে প্রার্থী তালিকা চূড়ান্তকরণের কাজ করছে বলে জানিয়েছে দলটি।
এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিক তালিকার ভিত্তিতে আগামী মাসে আমাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এ তালিকায় আমরা চাচ্ছি বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অর্ন্তভুক্ত করতে। এর মধ্যে তরুণরা বেশি থাকবে। এছাড়াও শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, নারী প্রতিনিধিরাও থাকবে এ তালিকায়।
তিনি বলেন, চূড়ান্ত প্রার্থী তালিকায় ৮ দলের শরিকরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান জামায়াত।
এদিকে ৪ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ভিপি এবং জিএসরা। ইতিমধ্যে দলটি সব আসনের জন্য প্রার্থী নির্ধারণ করেছে এবং নির্বাচনী প্রস্তুতি ও মাঠ পর্যায়ের তৎপরতা শুরু করেছে দলটি।
আরও পড়ুন: জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-ভিপি-জিএসরা!
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com

