কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হব: জামায়াত আমির

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দিচ্ছেন। ‘মাসল’ (পেশি) আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন। তাঁদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ।’
মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামীর কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে প্রীতি সমাবেশে এসব বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, ‘যুবকদের ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করুক তা আমরা বরদাশত করব না। যুবকরা তোমাদের ভোট তোমরা দিবা। যাকে পছন্দ তাকে ভোট দিও। আমাকে দিবা-না দিবা এটা তোমার ব্যাপার। আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব।’
শেখ হাসিনার মামলার রায় সম্পর্কে তিনি বলেন, ‘স্বজনহারা পরিবারগুলো সাময়িক হলেও কিছু সান্ত্বনা পাবে। এই বিচার ন্যায়বিচারের মানদণ্ড হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট। লাইভে এটা সম্প্রচার করা হয়েছে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাপ-দাদার জমিদারি ও ব্যবসায়ীদের ভাড়াটিয়া ভাবা সব সন্ত্রাসী-চাঁদাবাজকে সমাজ থেকে তাড়াব, নির্মূল করব। চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না। তাহলে দেশের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যাবে, দ্রব্যমূল্য অর্ধেকে নেমে আসবে।’
জামায়াতের আমির বলেন, ‘আমেরিকায় একটা বক্তব্যে আমি বলেছিলাম, ইনসাফের দাবি পূরণ করতে গিয়ে মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। অনেকে এটার ভুল ব্যাখ্যা করেছেন।
চিন্তা-ভাবনা না করে এ কথা তো আমরা বলিনি। কর্মঘণ্টা কমিয়ে দিলে তাঁরা পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করবেন। পাঁচ ঘণ্টা পরে তিনি বাচ্চার কাছে ফিরে যাবেন, তাঁকে সময় দেবেন, লালন-পালন করবেন। পরিবারের অন্য দায়িত্ব পালন করবেন। এটা তো সমাজেরই কাজ।’
ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ : এদিকে গতকাল বুধবার জামায়াত আমিরের কার্যালয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শারলে।
সাক্ষাতে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
জামায়াত আমির বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহবান জানান।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

