Bd বাংলাদেশ

প্রেমে রাজি না হওয়ায় শিক্ষিকাকে অপহরণ, বিএনপি নেতা গ্রেপ্তার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

রংপুরের বদরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলশিক্ষিকাকে অপহরণের অভিযোগে গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত উল্লাহ লুসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৩ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, রবিবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালপুর ইউনিয়নের স্থানীয় একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিক্ষিকাকে গোপালপুর বটতলা এলাকায় লিয়াকত উল্লাহসহ ৭ থেকে ৮ জন মিলে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তাকে মারধর করা হয়। শিক্ষিকা চিৎকার করলে পদাগঞ্জ বাজারের পাশে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়।

পরে আহত শিক্ষিকা বদরগঞ্জ থানায় গিয়ে অজ্ঞাত ৫ জনসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার পরদিন আজ অসুস্থতার অজুহাতে উপজেলা হাসপাতালে ভর্তি হন লিয়াকত উল্লাহ। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, এক স্কুলশিক্ষিকাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করার পর অপহরণের ঘটনা ঘটেছে। মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক: মাহবুব রনি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button