প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় ফুড কোর্টে অভিযান:৯ বাংলাদেশিসহ ৫৮ আটক

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ায় ফুড কোর্টে অভিযান চালিয়ে ৯ বাংলাদেশিসহ ৫৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৫ জানুয়ারি) ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স, মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী বিভাগ এবং মানি লন্ডারিং ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমের ৯৫ জন কর্মকর্তার সমন্বয়ে সেলাঙ্গর রাজ্যের পুচং শহরের কেন্দ্রস্থলে একটি ফুড কোর্টে অভিযান চালিয়ে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের অভিযোগে ৫৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহের নজরদারির ভিত্তিতে অভিবাসন বিভাগ এই অভিযান চালায়।

অভিযানে ১০২ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে, ৫৮ জন অভিবাসীর যেসব অপরাধ শনাক্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে মালয়েশিয়ায় অতিরিক্ত সময় কাটানো, অস্থায়ী কর্ম পরিদর্শন পাসের অপব্যবহার এবং অবৈধ ব্যবসা পরিচালনা করা।

পরিচালক বলেন, আটকদের মধ্যে মায়ানমারের ৩১ জন পুরুষ এবং ১০ জন মহিলা, ইন্দোনেশিয়ার দুইজন পুরুষ এবং একজন মহিলা, ৯ জন বাংলাদেশি পুরুষ, চারজন ভারতীয় পুরুষ এবং একজন ভিয়েতনামী পুরুষ নাগরিক রয়েছেন।

১৮ থেকে ৪০ বছর বয়সী আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান ।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button