প্রবাসমালয়েশিয়া

ইন্দোনেশিয়ান নারী হত্যা: মামলা বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ান নারীকে হত্যার দায়ে বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

দুই সপ্তাহ আগে একটি হোটেল কক্ষ থেকে এক ইন্দোনেশিয়ান নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীকে হত্যার অভিযোগে বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করা হয়।

আসামি মো. শিমুল বাবুর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আমিরা সারিয়াতি জয়নালের সামনে অভিযোগটি পড়ে শুনানো হয়। তবে, মামলাটি উচ্চ আদালতের এখতিয়ারাধীন হওয়ায় অভিযুক্তের কাছ থেকে কোনও স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি।

অভিযোগ অনুসারে, গত বছরের ৩১ ডিসেম্বর রাত ১০টা১২ মিনিটে পুচংয়ের তামান মাওয়ারের একটি হোটেল কক্ষ থেকে ৩৯ বছর বয়সী এক ইন্দোনেশিয়ান নারীর মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশি ওই শ্রমিকের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে।

এদিকে, ৩ জানুয়ারি সেরডাং জেলা পুলিশ সদর দপ্তরের অপরাধ তদন্ত অফিসে, বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে, ওই বাংলাদেশি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তাকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এর অধীনে অভিযুক্ত করা হয়েছিল।

মামলার কার্যক্রম চলাকালীন, ডেপুটি পাবলিক প্রসিকিউটর নাদিয়াহ মালেক ফৌজি উভয় অভিযোগের জন্য অভিযুক্তকে জামিন দেওয়ার সুপারিশ করেননি। মামলাটি পরবর্তী শুনানির জন্য ১৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button